হিমযুগ তো কবেই শেষ হয়ে গেছে
প্রস্তর যুগ নব্য প্রেম যুগ পেরিয়েছে
তারপর রোবোট যুগও শুরু হয়ে গেছে
টের পাই আলো ফুটতে তুমি যখন ধাতব
স্বরে বল,"চা দাও৷ শুরু হোক দিনযাপন ৷"
ঘড়ির কাঁটা ধরে রাতে রোবটিয় আদবকায়দায়
ভালোবাসাকে নেস্বাঃ পতিতার ফড়ে বানিয়ে
ল্যাম্প পোস্টের মৃদু আলোর তলায় দাঁড় করিয়ে দাও৷
আমি আজো অযান্ত্রিক তোমার অমঙ্গলের আশঙ্কায়
দুরুদুরু বুকে জানলার সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকি৷
হে যন্ত্রমানব তোমার জন্য আজো এক মানবীর ভালোবাসা
যাকে তুমি বিড়ম্বনা বলে ইতিমধ্যে ভাবতে শুরু করেছ ৷
_______
© শুভ্রা দে
প্রস্তর যুগ নব্য প্রেম যুগ পেরিয়েছে
তারপর রোবোট যুগও শুরু হয়ে গেছে
টের পাই আলো ফুটতে তুমি যখন ধাতব
স্বরে বল,"চা দাও৷ শুরু হোক দিনযাপন ৷"
ঘড়ির কাঁটা ধরে রাতে রোবটিয় আদবকায়দায়
ভালোবাসাকে নেস্বাঃ পতিতার ফড়ে বানিয়ে
ল্যাম্প পোস্টের মৃদু আলোর তলায় দাঁড় করিয়ে দাও৷
আমি আজো অযান্ত্রিক তোমার অমঙ্গলের আশঙ্কায়
দুরুদুরু বুকে জানলার সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকি৷
হে যন্ত্রমানব তোমার জন্য আজো এক মানবীর ভালোবাসা
যাকে তুমি বিড়ম্বনা বলে ইতিমধ্যে ভাবতে শুরু করেছ ৷
_______
© শুভ্রা দে
No comments:
Post a Comment