মনে পড়ে আমার মায়ের মুখ
ছোটো বড়ো দুঃখ কতো
লুকিয়ে দিতেন ঘরের কোনে
ভাবতো সবাই, হেথায় কতো সুখ।
সারা দিনের ক্লান্তি মুছে
ঠাকুর ঘরে চোখটি বুঁজে
সবার তরে কতকিছুই চাওয়া
নিজের জন্য চাননি কিছুই
মোদের ভালোই, মায়ের পরম পাওয়া।
যখন রাত দুপুরে জানলা দিয়ে
আসতো চাঁদের আলো
মায়ের মুখে মিষ্টি হাসি
রূপকথা, সে হোকনা বাসী
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী কে
ঘুমের চোখে লাগতো কতো ভালো।
আজও যখন রাত দুপুরে
চাঁদের আলো আছড়ে পরে
মনে পড়ে আমার মায়ের মুখ
ছোট বড়ো দুঃখ কতো
লুকিয়ে দিতেন ঘরের কোনে
শত তারার মাঝে মা যেন আজ
পায় গো খানিক সুখ,
মনে পড়ে আমার মায়ের মুখ---
____________
@কুণাল ভট্টাচার্য
ছোটো বড়ো দুঃখ কতো
লুকিয়ে দিতেন ঘরের কোনে
ভাবতো সবাই, হেথায় কতো সুখ।
সারা দিনের ক্লান্তি মুছে
ঠাকুর ঘরে চোখটি বুঁজে
সবার তরে কতকিছুই চাওয়া
নিজের জন্য চাননি কিছুই
মোদের ভালোই, মায়ের পরম পাওয়া।
যখন রাত দুপুরে জানলা দিয়ে
আসতো চাঁদের আলো
মায়ের মুখে মিষ্টি হাসি
রূপকথা, সে হোকনা বাসী
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী কে
ঘুমের চোখে লাগতো কতো ভালো।
আজও যখন রাত দুপুরে
চাঁদের আলো আছড়ে পরে
মনে পড়ে আমার মায়ের মুখ
ছোট বড়ো দুঃখ কতো
লুকিয়ে দিতেন ঘরের কোনে
শত তারার মাঝে মা যেন আজ
পায় গো খানিক সুখ,
মনে পড়ে আমার মায়ের মুখ---
____________
@কুণাল ভট্টাচার্য
No comments:
Post a Comment