Wednesday, 4 January 2017

।। জ্বলে ওঠো আলোর ফুলকিরা ।।

ঘুরছে পৃথিবী আপন কক্ষপথে,
মানুষ ঘুরছে পাপ ও পক্ষপাতে...

সময়কে পদপিষ্ট করে ছুটছে পাপের ঘোড়া,
দাঁপিয়ে বেড়ায় পাপিদের হীন পদভার।
মধ্যরাতে ডুকরে কাঁদে আকাশ,
অথচ পৃথিবীকে ভালোবেসে-
কতোকাল ঘুমায়নি সূর্য-
অগনন দিন ও রাতে...

পাপিষ্ঠ খুজতে পরবাসে ঈশ্বর!
পৃথিবীতে পাপ বোনে ইবলিশ...
চারিদিকে অদৃশ্য শয়তান,
গেয়ে যায় পাপিদের জয়গান।
দুরে থেকে ছিড়েফেলে-ন্যায়ের মুকুট
অন্যায়ের প্রলম্বিত রোবটিক হাতে...

তবে কি পূর্ণিমার সব দিন শেষ?
তমসার অন্ধকার কণাগুলো হেসে হেসে-
করবে সব আলোর ফুলকি গ্রাস?
মানবতা থাকবেনা অবশিষ্ট আজ?

ভালোবাসো ভালো আর আলোকে,
মানুষ ভালোবাসো মানুষকে-
পাপিরা জানেনা প্রেম,
জানেনা মানুষকে মন থেকে-
ভালোবাসা নয় কোন গর্হিত কাজ...

জেগে ওঠো সব ভালো,
জ্বলে ওঠো সব আলো,
নতুন আলোর ফুলকিতে হোক-
নব প্রত্যাশার আলোকিত কারুকাজ।

______________
© মোশ্ রাফি মুকুল

No comments:

Post a Comment