Monday, 9 January 2017

।। আলোর সকাল ।।

ভোর যে সূর্যকে করে দান,
আলোর পথে পায় গতি ;
আগামীর অভিমান -
আকাশের বুক ছুঁয়ে পাখিদের আনাগোনা ।

প্রতি রোজ ফাল্গুনী পূর্ণিমা;
 দুঃখ করেছি বন্দি ,
মনের সিন্ধুকে --

চাঁদ ঐ কথা কয় চাঁপার বনে ;নির্জনে বুনে জাল স্বপ্ন পরীরা !

পৃথিবী করে স্নান তরল জোছনায় -
রাতের আঁধারে হয় জড়ো; গোপন অভিযোগ !

এখন আনন্দ প্রবাহ শুধু জীবনের চারপাশ ,
কলা পাতায় বিরল ভোজ মাটির গন্ধ অপার -

আলুর পাতায় ভেসে উঠে আশার হাসি,
ভোর হয় ,প্রতিদিন নতুন করে আমরা বাঁচি !

আপোষ হয় নিঃশর্ত সন্ধি জীবনের সাথে ,
অনুভূতি ভোঁতা হয় বিবেকের কাছে -

প্রাণ ভরে পান করি আনন্দ উৎসব ;
ঘুঁটে পুড়ে গোবর হাসে অদ্ভুত সব ।
_____________
© শৈবাল সরকার

No comments:

Post a Comment