Monday, 9 January 2017

।। ঢালাই মেশিন ।।

ছেলেটা মুক্তি খুঁজছিলো
না তুমি যা ভাবছো তা নয়
চিন্তার মুক্তি..
হাজার হাজার বছর ধরে বুকে জমানো
ছটফটানি থেকে মুক্তি।
ঢালাই মেশিন যেমন
চুন, সুড়কি, বালি, সিমেন্ট সব এক এক করে
মিশিয়ে ঘেটে ঘ করে
ঠিক তেমনি ছেলেটাও
তার সেইসব না বলা অনুভূতি গুলো
জড়ো করতে লাগলো।
একটা থম মারা সন্ধ্যা, কিছুটা বিষণ্ণ রাত,
দু একটা তারার অশ্রুপাত,
বুনো ঝোপের বুকে জমে থাকা অন্ধকার,
মাকড়শা জালে জমা ভোরের শিশির,
জোনাকির দীর্ঘশ্বাস, দূর থেকে ভেসে আসা
সেই কবেকার সব মনে পড়ানো  সুর,
হারিয়ে যাওয়া সেই সব আবছায়া মুখ
সব এক করে জড়ো করে
আপনমনে মিশিয়ে চললো।
অবশেষে জন্ম নিল
অনুভূতির জমাট মশলার নির্যাস।
ছেলেটা তা দিয়ে চোখধাঁধানো অট্টালিকা বানালো,
বেশ জমজমাট গৃহপ্রবেশের আয়োজন করেছিলো..
আমি গেছিলাম সেদিন
গিয়ে দেখলাম পাগলাটা
বাড়ির নাম দিয়েছে, " স্মৃতি"।
______
©রৌণক

No comments:

Post a Comment