যেখানে ভালোবাসা আছে;
সেখানে কোন অবিশ্বাস নেই।
সেখানে মিথ্যার মিথ নেই।
সেখানে কোন প্রবঞ্চনা নেই।
যেখানে বিষময় জ্বালা নেই-
যেখানে উদ্বিগ্নতা নেই-
নেই অস্থিরতা তোমার জন্য;
সেখানে প্রথাগত অনুগ্রহ আছে-
অনন্ত প্রেমের পূর্নতা নেই।
যেখানে অপেক্ষা নেই-
যেখানে আবেগের অতিশার্য নেই-
যেখানে কোন দীর্ঘশ্বাস নেই-
সেখানে জটিল জ্যামিতি আছে,
কোন নিটোল প্রীতি নেই।
যেখানে মৃত্যুকে আলিঙ্গনের প্রতিশ্রুতি নেই,
যেখানে ত্যাগ নেই- উৎস্বর্গের প্রতিজ্ঞা নেই;
যেখানে তোমার জন্য দুর্ভাবনা নেই-
সেখানে ভোগের আকাঙ্খা আছে,
তোমাকে পাবার প্রার্থনা নেই।
যেখানে বিরহ নেই- বেদনার বিষাদ নেই,
যেখানে বিশ্বাস নেই- আনন্দের আশ্বাস নেই,
যেখানে খুঁশির খুসবু নেই-
নেই কোন না পাওয়ার কান্না,
সেখানে পরাজয় আছে,আছে প্রতারনা,
ভালোবাসা নেই,কোন ভালোবাসা নেই।
______________
© মোশ্ রাফি মুকুল
সেখানে কোন অবিশ্বাস নেই।
সেখানে মিথ্যার মিথ নেই।
সেখানে কোন প্রবঞ্চনা নেই।
যেখানে বিষময় জ্বালা নেই-
যেখানে উদ্বিগ্নতা নেই-
নেই অস্থিরতা তোমার জন্য;
সেখানে প্রথাগত অনুগ্রহ আছে-
অনন্ত প্রেমের পূর্নতা নেই।
যেখানে অপেক্ষা নেই-
যেখানে আবেগের অতিশার্য নেই-
যেখানে কোন দীর্ঘশ্বাস নেই-
সেখানে জটিল জ্যামিতি আছে,
কোন নিটোল প্রীতি নেই।
যেখানে মৃত্যুকে আলিঙ্গনের প্রতিশ্রুতি নেই,
যেখানে ত্যাগ নেই- উৎস্বর্গের প্রতিজ্ঞা নেই;
যেখানে তোমার জন্য দুর্ভাবনা নেই-
সেখানে ভোগের আকাঙ্খা আছে,
তোমাকে পাবার প্রার্থনা নেই।
যেখানে বিরহ নেই- বেদনার বিষাদ নেই,
যেখানে বিশ্বাস নেই- আনন্দের আশ্বাস নেই,
যেখানে খুঁশির খুসবু নেই-
নেই কোন না পাওয়ার কান্না,
সেখানে পরাজয় আছে,আছে প্রতারনা,
ভালোবাসা নেই,কোন ভালোবাসা নেই।
______________
© মোশ্ রাফি মুকুল
No comments:
Post a Comment