Monday, 9 January 2017

।। হিসেব নেই তার হিসেব নেই ।।

সব ইতিহাস লেখা হয়নি,
সব ইতিহাস লেখা হয়না,
সব প্রশ্নের উত্তরও কালের পত্রে লেখা নেই।
যদিও সত্যের মৃত্যু নেই,
তবুও কতো সত্য চাপা পড়ে যায়-
লোভের লাভায় আদিতেই।
হিসেব নেই তার হিসেব নেই।
এ কাল,এ সময়,এ পতিত অতীতে;
পৃথিবীর ভগ্নাঙ্কুরে রোপিত হয়েছে হিংসার বীজ,
হিসেব নেই তার হিসেব নেই।

অসহায় মানুষকে হত্যার মতো লজ্জায়-
কতোবার কেঁদেছে এ পৃথিবী,
মৃত্যুদন্ডের মতো চরম দন্ডে দন্ডিত আত্মার শেষ কামনা-
কতোবার শুনেছে এ পৃথিবী হয়তোবা তার হিসেব নেই,

মহাকালের মলাটে সবকিছু জমা নেই...

কতোবার ধবংস হয়েছে কতো সমৃদ্ধ নগর,
কতোবার উলট পালট হয়েছে কতো সভ্যতা,
কতো জীবপ্রাণ হয়েছে পাথর পৃষ্টে অদৃষ্ট ফসিল-
কে রেখেছে তা লিখে পরিসংখ্যন পঞ্জিতে?
হিসেব নেই তার হিসেব নেই।

কতোবার রণসাজে সেজেছি আমরা,
মৃত্যুপুরীতে করেছি উল্লাস-যুদ্ধবাজ!
কতোবার পেয়েছি জয়,কতো প্রাণ করেছি ক্ষয়...
হিসেব নেই তার হিসেব নেই।

দেখেছি কতো সাইক্লোন,ভূমিকম্পন-ভূমিধ্বস,
দেখেছি আমরা কতো গনহত্যা-মৃত্যুনৃত্য,
ধংসযজ্ঞের নারকীয় পাপোল্লাস...
কালের ডায়েরীতে তা লেখা নেই।

হিসেব নেই তার হিসেব নেই...
______________
© মোশ্ রাফি মুকুল

No comments:

Post a Comment