বেঁচেবর্তে থাকি বিশ্বাসের তাঁবু খাটিয়ে
বেদুইন গল্প লিখি ছেড়া কাঁথায়
নিখোঁজ ঈশ্বর খুঁজি তুলসীতলায়
প্রতিদিন ঘাম আর রোদের মাঝে
হাপিত্যেস গড়াগড়ি দেওয়া স্বপ্ন
ভাঙ্গতেভাঙ্গতে বুলডোজার ছোটে
আসলে স্বপ্নেরা বাঁশবনেই থেকে যায়
আর আমরা একে অপরকে বাঁশ দিই
পাহাড় জমে প্রতিশ্রুতির
এক একটা রক্তমাখা পথ ধরে
সরকার আসে...সরকার যায়...
____________
© সৌতিক হাতি
বেদুইন গল্প লিখি ছেড়া কাঁথায়
নিখোঁজ ঈশ্বর খুঁজি তুলসীতলায়
প্রতিদিন ঘাম আর রোদের মাঝে
হাপিত্যেস গড়াগড়ি দেওয়া স্বপ্ন
ভাঙ্গতেভাঙ্গতে বুলডোজার ছোটে
আসলে স্বপ্নেরা বাঁশবনেই থেকে যায়
আর আমরা একে অপরকে বাঁশ দিই
পাহাড় জমে প্রতিশ্রুতির
এক একটা রক্তমাখা পথ ধরে
সরকার আসে...সরকার যায়...
____________
© সৌতিক হাতি
No comments:
Post a Comment