Tuesday, 20 December 2016

।। রক্তাক্ত অভিনন্দন প্রিয়তমাকে ।।

 কাঁটাতারের বেড়া পেরিয়ে আমার হাতের সাদা গোলাপ
 তোমার হাতে পৌঁছোতে পৌঁছোতে আমার হাত ছিঁড়ে রক্ত ঝরে।
 ফলতঃ সাদা গোলাপেরা রক্তাত হয়ে তোমার বিবমিষা উৎপন্ন করে ও প্রত্যাখ্যাত হয়।
 মাটিতে পড়ে থাকা গোলাপদের সীমান্তের প্রহরীরা  হেলায় মাড়িয়ে যায়।
                                                   
 নাছোড়বান্দা আমি স্বর্গের দুয়ার থেকে
পারিজাত ছিনিয়ে এনে তোমার হাতে দিতে যাইl
“মৃত্যুর তীব্র গন্ধবাহী এ ফুল কিছুটা রোমান্টিক ততটা বাস্তবিক নয়",
 কপোতাক্ষের মৃত খাতে তুমি  ছুড়ে দিয়ে হাসতে হাসতে বললে,“হৃদয়!একটা গোটা  প্রেমিক হৃদয় দিতে পারো?”

আমার রক্তমাখা হৃদপিণ্ডটি তোমার পায়ে উপড়ে দিতে তুমি শিউরে  উঠে বললে,“হৃদয়হীন  এ তো রক্তমাংসের দলা !আন্তরিক কিন্তু রোমান্টিক নয়।
তবে আমার ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষণযোগ্য অবশ্যই । ”

বছর ঘুরতেই ‘এক নির্বোধের হৃদপিন্ড’ শিরোনামে তোমার সংগ্রহ প্রথম পুরস্কার জিতলে তুমি আদর করে ওর গায়ে হাত বুলিয়ে দিলে।

  আমার হৃদপিন্ড একান্তে বলে উঠল,“রক্তাক্ত অভিনন্দন প্রিয়তমা! কাচের ঘরে নয় অন্ততঃ তোমার পায়ে রাখ এবারে।


_________
পৃথ্বী ব্যানার্জী

No comments:

Post a Comment