সূচীশিল্পীর সূচ
বিঁধে বিঁধে
রঙিন সুতোর আস্কারায়
বুনে চলে যেমন
লতা-ফুল-পাতায়
এক আধুনিক নক্সীকাঁথা
ঠিক তেমনই তোমার
অযত্নের সোহাগ,
তাচ্ছিল্যের আঁকড়ে
ধরা,
আর অপ্রকাশিত বাঁধনের
তীক্ষ্ণ কোপ বারেবারে
এফোঁড় ওফোঁড়
করে
লাল নক্সায় ভরিয়ে
দেয় বুকের মাঝার
হাহাকার হানা দেয়
মনমাঝে
আঁধার আকাশজোড়া
তবু শূন্যতার রঙিন
সুতোয়
লতা-ফুল-পাতায়
ভরিয়ে দেয় সে
অপেক্ষার সাদা
প্রান্তর
বুনে চলে প্রেমের
নক্সীকাঁথা
'আজো' সে 'অঝোরে'
চেয়ে
অনিমেষ তোমা পানে
মাঝে এক দিগন্তবিস্তৃত
দূরত্বের সামিয়ানা
তারই উষ্ণ পরশতলে
কথিত হবে আরেক
'সাজু'-'রুপাই' এর নাম
কবিতায় উঠবে ছন্দ
সাজবে আবার নক্সীকাঁথায়
পশ্চিমপ্রান্তের
নতুন কবরখানা
© শেহনাজ
০৯. ১০. ১৬
No comments:
Post a Comment