এখন আমি আর কবিতা লিখিনা জানো
আমি শুধুই ভালবাসি
যেদিন কৈশোরে তোমারে দেখেছিলুম
বড় রাস্তার বাঁকে, সেদিন এক খাতা কবিতা এঁকেছিলুম
তারপর থেকে শুধুই ভালবাসি
কতো...বার বলতে গিয়ে বলা হয়ে ওঠেনি
আমি, আমি, আমি শুধুই ভালবাসি
তরতর করে বেয়ে উঠলাম যৌবনে, মনের ডালে ডালে
লেখা, ভালবাসি ভালবাসি আর ভালবাসি
তুমিও তখন সদ্য যুবতী, শরীরে ঐশ্বরিক শিল্পের ছোঁয়া
এদিকে কঙ্কালসার আমি শুধুই ভালবাসি
পরীক্ষার খাতা জুড়ে অজস্র দুর্বোধ্য আঁকিবুঁকি
তাতে লেখা তোমার নাম, আর শুধুই ভালবাসি
সেই ঝড়ের সন্ধ্যায়, যখন তুমি উদভ্রান্ত, দাঁড়ালে সমুখে
নিকষ আঁধার চিৎকার করে শুধালো - ভালবাসি?
আমি নিরুত্তর, তুমি নিশ্চুপ, আকাশে চকিত বিদ্যুৎপ্রভ
তোমার চোখের তারায় লেখা ভালবাসি ভালবাসি
তারপর তুমি হারালে, সেই নিকষ আঁধারের অন্তরালে
আমি উন্মাদ, উদভ্রান্ত আজ, হারিয়ে খুঁজতে "ভালবাসি"
বড় রাস্তার বাঁক হয়ে কবিতার খাতা, পরীক্ষার কক্ষ
সব হারালো সেই নিকষে, আঁধারিয়া অভিযাত্রী আজও -
ভালবাসি
___________________
©উন্মাদ হার্মাদ
No comments:
Post a Comment