আজ ভাইফোঁটার দিনে ভাই আছে কাছে
সবাই আছে পাশে , শুধু নেই " তুমিই '' সাথে ।
বিগত দিনগুলি এঁকে চলেছে হৃদয়ের কুঁড়েঘরে
শুধুই মর্মবেদনার ব্যথিত ছবি ।
ছেলেবেলায় যেদিন প্রথম ভাইফোঁটা দিয়েছিলাম সেদিন ভাই অনেক ছোট ,
তাই তোমার কোলে ভাই কে বসিয়ে রেখেছিলে " তুমি "।
ভাইফোঁটা আসার আগে থেকেই বাড়িতে ভাইফোঁটা ভাইফোঁটা রব তুলে বাড়ি মাতিয়ে তুলতে " তুমি "।
ভাইফোঁটা দুর্গাপুজোর মতো হৈচৈ এর উত্সব না হলেও ,
আমার - ভাই কে ফোঁটা দেওয়ার আনন্দে উত্সবের বন্যা বইয়ে দিতে " তুমি "।
সবার বাড়িতেই ভাইফোঁটার আয়োজন চলতো
অনেক জাঁকজমকের বাহারে।
আমাদের কিছু জাঁকজমকতার কম রাখোনি " " " তুমি "।
ভোরবেলায় ঘাসের আগায় জমে থাকা শিশির বিন্দু তুলে রাখতে ,
সেই শিশির বিন্দু জলে চন্দন বেঁটে দিতে
" তুমি "।
আজ বিগত প্রতিটি মুহূর্ত
যন্ত্রণার তীরবিদ্ধ করে যাচ্ছে ক্রমাগত ।
এই যন্ত্রণার সূত্রপাতেও " তুমি "।
কত সাচ্ছন্দে রান্নাঘর কে সুগন্ধে ভরাতে আর লুচি , সুজি, পায়েস, মিষ্টি আরও কত কিছুর সমাহারে ভাইয়ের সামনে করতে সজ্জিত ।
প্রদীপের শিখাটি নিঃস্তব্দ ভাবে দীপ্যমান হয়ে থাকতো।
ধান , দূর্বা, ধূপকাঠির সৌগন্ধিক ধোঁয়া আর চন্দনের ঘ্রাণে দারুণ মনোরম খুশির সাজে সেজে উঠতো ভাইফোঁটার সকাল টা ।
আর আমার মুখে উচ্চারিত সেই ভাইফোঁটার
মন্ত্র টা :----
" ভাইয়ের কপালে দিলাম ফোঁটা " .............
সেই মন্ত্র উচ্চারণে আমার মনে খুশির সাথে মুখে অজস্র হাসি এসে যেত ।
সেই হাসি কে উলু আর শঙ্খধ্বনি দিয়ে থামিয়ে দিতেও " তুমি "।
বা হাতের কনিষ্ঠা আঙুলে আমার ভাইফোঁটা
দেওয়া হতো শেষ
তারপর শুরু হতো খাওয়া - দাওয়ার সমাবেশ ।
আগামী বছর পর্যন্ত মনে লেগে থাকতো সেই
ভাইফোঁটার উত্সবের রেশ।
এ বছর তুমি চলে গেলে তাই আর ভাইফোঁটা
দেওয়া হল না ।
কিন্তু সারাক্ষণ তোমাকেই মনে করেই যাচ্ছি ।
এতই স্নেহের আদরে আদুরে করে দিয়ে গেছ
" তুমি "।
" জান মা " -----
আগামী বছরেও হয় তো ভাইফোঁটা আসবে
তোমার মতোই যত্ন করে ভাইফোঁটার আয়োজন আয়োজিত হবে।
পাশে উলু আর শঙ্খধ্বনি দেওয়ার জন্য থাকবে
না শুধু " তুমি "।
আমরা যে ভাবেই হোক দিন উদযাপিত করেই নেব ।
কানে উলু আর শঙ্খধ্বনির বদলে বাজবে আমাদের দুই ভাইবোনকে " মনা আর মনি "
বলে ডাকার প্রতিধ্বনি ।
মনের মধ্যে দুঃখের চিঠি পড়ে শোনাবে শুধুই
" তুমি " ।
আজ সেই স্নেহের ডাক শুনি বারবার আর আমরাও ডাকি তোমাকে ।
কাগজে কলমে কথা বলি তোমার সাথে ।
শুনতে পাওনা শুধুই " তুমি "।
তাই মনে মনে বলি যেখানেই থাকো ভালো থেকো " তুমি "।।।।
-----------------শম্পা বিশ্বাস --------
সবাই আছে পাশে , শুধু নেই " তুমিই '' সাথে ।
বিগত দিনগুলি এঁকে চলেছে হৃদয়ের কুঁড়েঘরে
শুধুই মর্মবেদনার ব্যথিত ছবি ।
ছেলেবেলায় যেদিন প্রথম ভাইফোঁটা দিয়েছিলাম সেদিন ভাই অনেক ছোট ,
তাই তোমার কোলে ভাই কে বসিয়ে রেখেছিলে " তুমি "।
ভাইফোঁটা আসার আগে থেকেই বাড়িতে ভাইফোঁটা ভাইফোঁটা রব তুলে বাড়ি মাতিয়ে তুলতে " তুমি "।
ভাইফোঁটা দুর্গাপুজোর মতো হৈচৈ এর উত্সব না হলেও ,
আমার - ভাই কে ফোঁটা দেওয়ার আনন্দে উত্সবের বন্যা বইয়ে দিতে " তুমি "।
সবার বাড়িতেই ভাইফোঁটার আয়োজন চলতো
অনেক জাঁকজমকের বাহারে।
আমাদের কিছু জাঁকজমকতার কম রাখোনি " " " তুমি "।
ভোরবেলায় ঘাসের আগায় জমে থাকা শিশির বিন্দু তুলে রাখতে ,
সেই শিশির বিন্দু জলে চন্দন বেঁটে দিতে
" তুমি "।
আজ বিগত প্রতিটি মুহূর্ত
যন্ত্রণার তীরবিদ্ধ করে যাচ্ছে ক্রমাগত ।
এই যন্ত্রণার সূত্রপাতেও " তুমি "।
কত সাচ্ছন্দে রান্নাঘর কে সুগন্ধে ভরাতে আর লুচি , সুজি, পায়েস, মিষ্টি আরও কত কিছুর সমাহারে ভাইয়ের সামনে করতে সজ্জিত ।
প্রদীপের শিখাটি নিঃস্তব্দ ভাবে দীপ্যমান হয়ে থাকতো।
ধান , দূর্বা, ধূপকাঠির সৌগন্ধিক ধোঁয়া আর চন্দনের ঘ্রাণে দারুণ মনোরম খুশির সাজে সেজে উঠতো ভাইফোঁটার সকাল টা ।
আর আমার মুখে উচ্চারিত সেই ভাইফোঁটার
মন্ত্র টা :----
" ভাইয়ের কপালে দিলাম ফোঁটা " .............
সেই মন্ত্র উচ্চারণে আমার মনে খুশির সাথে মুখে অজস্র হাসি এসে যেত ।
সেই হাসি কে উলু আর শঙ্খধ্বনি দিয়ে থামিয়ে দিতেও " তুমি "।
বা হাতের কনিষ্ঠা আঙুলে আমার ভাইফোঁটা
দেওয়া হতো শেষ
তারপর শুরু হতো খাওয়া - দাওয়ার সমাবেশ ।
আগামী বছর পর্যন্ত মনে লেগে থাকতো সেই
ভাইফোঁটার উত্সবের রেশ।
এ বছর তুমি চলে গেলে তাই আর ভাইফোঁটা
দেওয়া হল না ।
কিন্তু সারাক্ষণ তোমাকেই মনে করেই যাচ্ছি ।
এতই স্নেহের আদরে আদুরে করে দিয়ে গেছ
" তুমি "।
" জান মা " -----
আগামী বছরেও হয় তো ভাইফোঁটা আসবে
তোমার মতোই যত্ন করে ভাইফোঁটার আয়োজন আয়োজিত হবে।
পাশে উলু আর শঙ্খধ্বনি দেওয়ার জন্য থাকবে
না শুধু " তুমি "।
আমরা যে ভাবেই হোক দিন উদযাপিত করেই নেব ।
কানে উলু আর শঙ্খধ্বনির বদলে বাজবে আমাদের দুই ভাইবোনকে " মনা আর মনি "
বলে ডাকার প্রতিধ্বনি ।
মনের মধ্যে দুঃখের চিঠি পড়ে শোনাবে শুধুই
" তুমি " ।
আজ সেই স্নেহের ডাক শুনি বারবার আর আমরাও ডাকি তোমাকে ।
কাগজে কলমে কথা বলি তোমার সাথে ।
শুনতে পাওনা শুধুই " তুমি "।
তাই মনে মনে বলি যেখানেই থাকো ভালো থেকো " তুমি "।।।।
-----------------শম্পা বিশ্বাস --------
No comments:
Post a Comment