Sunday, 27 November 2016

।। মন ।।

আমি তারে খুঁজেছি কত
সেই ছাত্র জীবন থেকে
খুঁজে খুঁজে হন্যে হয়েছি
পাইনে ডেকে ডেকে।
পড়ার ঘরে পড়তে বসে
বইয়ের পাতা খুলে
উদাস হয়ে যেতাম আমি
পড়ার কথা ভুলে।
মা বোলতেন,কি রে খোকা
দেখছিস কি হাঁ করে
পড়ার জন্য  ডাকলাম তোকে
তবে,কেন উঠলি ভোরে।
আমি বলতাম, মনে মনে
মা গো,পড়তে আমি চাই
বইয়ের পাতায় কেন মাগো
অন্য ছবি দেখতে পাই।
ছাত্র জীবন সাঙ্গ করার পর
হল কর্ম জীবন সুরু
নুতন একজন সঙ্গী এল ঘরে
কেন,বুক করে দুরু দুরু।
সুখে দুখে ওর সাথে কইতে কথা
যখন ব্যস্ত আমি হই
সঙ্গীর কথা শুনতে শুনতে আমি
মাঝে কেন উদাস হয়ে যাই।
বহু কষ্ট দিয়েছ  তুমি আমায়
বহু,বহু বছর ধরে
আজকে আমি বুড়ো হয়ে গেলাম
তোমায় বুঝবো কেমন করে।
সে দিন একা বসে ছিলেম আমি
মোর একাকিত্বের ভারে
কে যেন এসে বোলল আস্তে করে
তুই কি খুঁজে ছিলিস মোরে।
চকিত নয়নে,আনন্দনিকেতনে
বলি,হ্যাঁরে,খুঁজেছি জীবনভোর
অট্ট হাস্যে বোলল সে আমায়
আমি তো তোর মন,মনেই আছি তোর।



______________
© সুকুমার ভৌমিক

No comments:

Post a Comment