ভাবছ বুঝি হচ্ছে দারুণ
বুঝবে সময় হলে,
পাপ ছাড়েনা বাপকেও তার
মওকা যখন মেলে।
চোখ রাঙিয়ে ধাপ্পা দিয়ে
ছল চাতুরী করে,
ধরে রাখা যায় কিছুদিন
নয় তা চিরতরে।
মিথ্যা ফানুস উড়িয়ে দিয়ে
দিচ্ছতো খুব ধোঁকা,
ভাবছ বুঝি সব মানুষই
তোমার মতই বোকা।
গ্যাস ফুরালে চুপসে যাবে
রং-যাবে সব মুছে,
পড়বে খসে মুখোশ তোমার
অহং যাবে ঘুচে।
____________________© অনাদি চক্রবর্তী
No comments:
Post a Comment