Sunday, 27 November 2016

।। কালা ধন নিবন্ধ ।।


প্রচলিত প্রবাদ "যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে" এই কথাটা বরাবরই শুনে আসছি সেই ছোট্ট কাল থেকে l যখন যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে,যে দিন যাচ্ছে তা বেশ ভালোই কাটছে l বেশ কিছুদিন ধরে এগুলির চর্চা বহুগুণ বৃদ্ধি পেয়েছে l যেখানেই উঠা-বসা করছি ওই একই গড্ডলিকা প্রবাদ শুনে আসছি l কিন্তু কিছুতেই আমার অ্যান্টেনায় ধরছে না ভালো জিনিস টা আসলে কী ? খারাপ জিনিসটাই বা প্রকৃত অর্থে কী ? আমি যেটাকে খারাপ নজরে দেখছি লোকে কেনো সেটাকে ভালোদৃষ্টিতে দেখে ? আমার নিকট যা ভালো প্রতিপন্ন হয় অন্যরা তাকে কেনো খারাপের তকমা লাগায় ? একই জিনিস,একই কাজ,একই কথা-চিন্তা-পরিকল্পনা-পদক্ষেপ কেনো ভিন্ন ব্যক্তির দৃষ্টিতে বিপরীত মেরুতে অবস্থান করে ?

আসলে "ভালো" আর "খারাপ" শব্দ গুলোই আপেক্ষিক l যে জিনিস বা বিষয়টি আপনার আইডিওলজিতে ভালো বোধ হচ্ছে, সেটা আদর্শগত কারণেই আমার কাছে ভালো কিংবা মন্দ প্রতিপন্ন হওয়াটা অস্বাভাবিকের কিছু নয় l

বাই দ্য ওয়ে বর্তমান "কালাধন উদ্ধার" প্রেক্ষাপটে এতদিন পর্যন্ত পক্ষে-বিপক্ষে দুই বিপরীত মুখী অজ্ঞ-বিশেষজ্ঞ বিশ্লেষণ নেহাত কম হয়নি l
এক শ্রেণীর পক্ষ সমর্থনকারীদের বক্তব্য এটি নোট জালিয়াতি বন্ধ,মুষ্টিমেয় পুঁজিপতি শ্রেণীর হাতে বিশাল অংকের অর্থের(পড়ুন কালো টাকা)কেন্দ্রীকরন নির্মূল ও অর্থনেতিক বৈষম্য দূরীকরনের  এক উত্তম পন্থা l তাদের সুচিন্তিত বক্তব্য যা হচ্ছে জনগণের সুবিধার্তে হচ্ছে,ভালোর জন্যই হচ্ছে l এতে অর্থের মেরুকরণ রুদ্ধ হওয়া সম্ভব l সাধারণ নাগরিকরা মনে প্রাণে ভবিষ্যতে স্বচ্ছ ভারত গড়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে 1500000 টাকা করে মাথা পিছু লাভের পরিপ্রেক্ষিতে !!

পক্ষান্তরে, প্রতিপক্ষ যুক্তিবাদীরা কালো টাকা উদ্ধারের আসল রহস্যভেদ করতে মরিয়া হয়ে উঠেছে l এদের প্রাসঙ্গিক যুক্তি দেশের 10% পুঁজিপতি ও ধনী শ্রেণীর হাতে 90% অর্থ কুক্ষিগত ! বিগত দিনগুলিতে ব্যাঙ্ক মারফত যে 500 হাজার কোটি টাকা উদ্ধারের পরিসংখান তুলে ধরা হয়েছে তা আসলে ধনীদের জমা করা কালো টাকা নয় !! এই অর্থের প্রায় সবটাই সাধারণ মানুষের জমা করা(চেঞ্জ করা অর্থে) সাধা টাকা l উল্টে টাকা পাল্টানোর হিড়িকে নাজেহাল ও হয়রানির স্বীকার সাধারণ নাগরিকগণ !! এমনিতেই এক দিনে 2000 এর বেশি পাচ্ছে না, তার উপর 2000 এর ভাঙ্গতি নেই ! প্রত্যন্ত এলাকার ATM গুলিতে lack of money দেখা দিচ্ছে ! সময় মতো টাকা আসেনা বলে ঘুম নষ্ট করে গভীর রাত পর্যন্ত ATM এর সামনে লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে টাকা কখন ATM এ ঢুকবে ও 2000 টাকা তুলে বাড়ি ফিরবে তার অপেক্ষায় !! কৃষি মর্সুমে এর চেয়ে দূর্ভোগের আর কী হতে পারে কৃষকদের কাছে ??

আর যে উদ্দ্যেশে এত কিছু করা তা কী সফল হচ্ছে ? যারা আসল কালো টাকার মালিক তাদের তো লাইনে এভাবে দুর্ভোগ পোহাতে হয় না ! ক"জন হাজার হাজার কোটি টাকার মালিককে ব্যাঙ্কে যেতে দেখা যায় ? যেনতেন প্রকারে তাদের কালো টাকা সাধা হয়ে গেছে বা হয়ে চলেছে ! সুইস ব্যাঙ্কের ক"টাকা (আসল কালো টাকা) দেশে ফিরিয়ে আনা হয়েছে বা হবে ? ক্রোড়পতিদের কালো ধন কী ভাবে উদ্ধার হবে ??

  যে আশা নিয়ে দেশবাসী ডিজিটাল ভারত গঠনের স্বপ্ন দেখছে তা কী অদূর ভবিষৎ এ বাস্তবে রূপ পাবে ? মনে প্রশ্ন থেকে যায় "ডিজিটাল ভারত তৈরীর নামে এ এক ডিজিটাল প্রতারণা" নয় তো ??



____________
© মঞ্জুর হোসেন

No comments:

Post a Comment