আমার ভালবাসা আজ কদাকার
স্বার্থের পুঁজিতে,
__________
© নির্মল সাহা
নির্দয় নিষ্ঠুর আমি হারায়েছি সকল মায়ামমতা।
হৃদয় অলিন্দে জমেছে ঘৃণার অবিভক্ত দাবানল,
বিদায় নিয়ে সকল মনুষ্যত্ব ছেয়েছে হীনমন্যতা।
পরশ্রীকাতর আমি হিংসার নির্মম মননে বসত,
সততাকে দিয়ে জলাঞ্জলি ভাসি রোমাঞ্চ স্বপনে।
ঝুলি ভরে রাখি মানুষের সুখটাকে করে গ্রাস,
লোকসানে করি ভয় তবু রয়েছি দুখী জীবনে।
রাস্তার জঞ্জালে খুঁজি হারানো যত মনি কাঞ্চন,
কুড়ে কুড়ে নিয়েছি ভালবাসা মানুষের আনন্দ।
ভোগ করেছি সবটুকুই করে দীনদরিদ্র পীড়ন,
গড়েছি ইমারত জমেছে লালসা সকল অনিন্দ।
সুখ কোথা করি খুঁজে চলেছি সকল গলিপথ,
গুছিয়ে নিয়েছি অনেকটা তবুতো কিছু বাঁকি।
সকল আধার করবো শুন্য পুর্ণতা ভালবাসি,
হতে চাই অমর আমি তাইতো গুছিয়ে রাখি।
আমোদ প্রমোদ আছে যেথায় অবশেষ যতটা,
দেবো না কিছু নেবো সবটাই আপন ভান্ডারে।
গরীবি করি ঘৃণা আমি যে আজও দীন দরিদ্র,
চাই আরো চাই বিলাসটা থাক আমার আগারে।
ভালবাসা জানিনা আমি তবু চাই সদা ভালবাসা,
জিঘাংসাকে করি আদর নিজের তরে রাখি আশা।
দুনিয়াটা আমার সম্পদ এটাই তো আমার বাসা,
কেউ কিছু চেয়োনা ভাই বলি করে মন খোলসা।
© নির্মল সাহা
No comments:
Post a Comment