Tuesday, 15 November 2016

।। তোমার নাম কি? ।।


-তোমার নাম কি?

-বাবান

-তুমি বাবার কাছে থাকবে না মায়ের কাছে?

-ডান দিকে বাবা বাঁ  দিকে মা। মাঝে আমি থাকবো।

-তোমার বাবা চান তুমি তার সাথে থাকো

মা চাইছেন তুমি তার কাছে থাকো।

-আমি তো দুজনের কাছেই থাকি।

- কিন্তু আজ থেকে তোমার বাবা আর মা আলাদা থাকবেন। এখন বলো তুমি কার কাছে থাকবে?

- তুমি কিচ্ছু জানো না। মা কাল বলেছে বাবান তুমি আমার কাছেই থাকবে। বাবাও একলা ডেকে বলেছে বাবানের কাছেই থাকবে বাবা।

তুমি কিচ্ছু জানো না। হি হি । তুমি কি বোকা গো। মা দেখো এই জ্যেঠু কিসব বলছে। দাঁড়াও বাবাকে বলছি তোমাকে বকে দেবে।



________________
©সৌমেন চট্টোপাধ্যায় 

No comments:

Post a Comment