মুখার্জীগিন্নি হৃষ্টচিত্তে মা
কালীর সামনে দীপাবলীর প্রদীপমালা সাজাচ্ছেন।
একটু আগে খোকা ফোন করে খবর
দিয়েছে
বৌমার পেটের শত্তুরটাকে ভালোয়
ভালোয় বিদেয় করা গেছে।
দেবীর উদ্দেশ্যে হাতজোড় করেন
তিনি,
"পরের বার মুখ তুলে
চাস মা, যেন বংশের প্রদীপে বাতি দিতে পারা ছেলে সন্তান
আসে!"
_________
@সুদীপা কুন্ডু
No comments:
Post a Comment