Saturday, 18 March 2017

।। দূরত্ব ।।


মৃত্তিকার ঘ্রাণ নিতে নিতে লুডমিলা বল্ল
মাটির গন্ধ এতো কাছে টানতে পারে অনিন্দ্য?
অথচ আকাশের দূরতম তারাটা কখনোই পাবেনা
এ প্রকৃতিজ সুঘ্রাণ!

আমি বল্লাম তবে কেন দূরে থাকা হে নক্ষত্র সুন্দর?
এসো অবনত প্রেম হই
ভালোবেসে মাটি হই- তুমি আমি দু'টি প্রাণ।
___________________________
© মোশ্ রাফি মুকুল

No comments:

Post a Comment