পা থেকে মাথা পর্যন্ত পিয়ানোর রিডের মতোই
ফুলে যাচ্ছে তোমার কাচচেরা শরীর
আমাদের মধ্যে এখন টরিচেল্লীর ভয়েড্
অস্পষ্ট আওয়াজ খুঁড়ে ফেলেছো কবর
কয়েকটা দরজার আড়াল কয়েকটা বন্ধ
ঘড়ির কাঁটারা থামার আগেই কমলা সোহাগ
লেবু গন্ধা পার্ফিউমে খনিজ ক্লোরিন
আমরা দুজনেই কিন্তু
আড়াআড়ি ০ ও ১এর মাঝমাঝ সিম্ফনি
মোবাইলে অন্ধকারের রিংটোন বাজছে
------------------------------------------------------------------
শব্দরূপ : রাহুল
No comments:
Post a Comment